আইন ও বিচার আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে

২০১৯ সালে বলিভিয়ার সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগে বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর গত ১২ মার্চ, শুক্রবার আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো বলেছেন, মিসেস জেনিন অ্যানেজকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন। অ্যানেজকে গ্রেফতার করার জন্য বলিভিয়ার এ মন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেছেন, ন্যায় বিচারের ক্ষেত্রে পুলিশ ঐতিহাসিক কাজ করেছে।

Related posts

মালয়েশিয়ায় বিএসইউএমের ট্যালেন্ট স্বীকৃতি পেলেন ১০ শিক্ষার্থী

razzak

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশি আহসানুল হক

razzak

পদ্মা সেতু উদ্বোধনে বার্লিন যুবলীগের আনন্দ সভা

razzak

Leave a Comment

Translate »