শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংয়ের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন উইকেটে ২০৪ রানের পাহাড় গড়েছে ভারতীয় লিজেন্ডস ক্রিকেট দল।
শনিবার ভারতের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ১৩তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস ক্রিকেট দল। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ওপেনার বীরেন্দ্রর শেহবাগের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে সুব্রমনিয়াম বন্দ্রিনাথকে সঙ্গে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন অধিনায়ক শচীন টেন্ডুলকার।
৩৭ বলে ৯টি চার ও এক ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করে ফেরেন শচীন। ৩৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন বদ্রিনাথ। মাত্র ১০ বলে দুই চার ও দুই ছক্কায় ২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন ইউসুফ পাঠান।
চতুর্থ উইকেটে মনপ্রীত গনিকে সঙ্গে নিয়ে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান যুবরাজ সিং। শেষদিকে মাত্র ২৩ বলে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়েন তারা। ২২ বলে ৬টি ছক্কা ও দুটি চারের সাহায্যে অপরাজিত ৫২ রান করেন যুবরাজ। ৯ বলে ১৬ রান করেন গনি।