নিজস্ব সংবাদদাতা: আধুনিক প্রযুক্তির ব্যবহারে রেলের উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন রেলপথ মন্ত্রী মো, নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে লোকবল সংকট থাকার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীসোবর মান বৃদ্ধি করা হচ্ছে। খুব শিগগিরই ১০-১৫ হাজার কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে।
শনিবার রাজশাহী নগরীর মনিবাজারে নানকিং দরবার হলে রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মান ও সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক শিখন বিষয়ক কর্মশালার উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
রেল মন্ত্রী বলেন, মুুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত রেল ব্যবস্থার সংস্কারে হাত দিয়েছিলেন। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার মাধ্যমে আবার ব্যহত হয় রেলের উন্নয়ন অগ্রযাত্রা। বর্তমান প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া ক্ষতিগ্রস্থ রেলওয়ে ব্যবস্থাকে সমৃদ্ধ করতে কাজ করছেন।
মন্ত্রী বলেন, ওয়াটার এইডের সহায়তায় বাংলাদেশ রেলওয়ের উপযুক্ত স্থানে অন্তত তিনটি স্টেশনে ক্রমান্বয়ে মানসম্পন্ন পাবলিক টয়লেট সংস্কার/নির্মান করা হবে। ‘সবার জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাপ্যতা নিশ্চিতকরণ, কাউকে বাদ দিয়ে নয়’ এ লক্ষ্যমাত্রা অর্জনে পাবলিক টয়লেটসমূহ যাত্রী, পথবাসী ও পথচারীদের স্যানিটেশন ও নিরাপদ পানির চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে।
সরকারের শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে পশ্চিমাঞ্চল রেলের আদর্শ ও নীতিবান টিটিই হিসেবে এবছর শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন ঈশ্বরদী রেলের টিটিই মো. আব্দুল আলীম বিশ্বাস মিঠু।