বিনোদন

আজ আমীর খানের জন্মদিন

আমির খান। পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান। ভারতের চলচ্চিত্র শিল্পে মিঃ পারফেকশনিস্ট হিসেবে পরিচিত এই শিল্পী, বাংলাদেশ সহ পুরো উপমহাদেশে জনপ্রিয়।

এমন কি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশ সমুহেও তার জনপ্রিয়তা কম নয়। বিশ্ব চলচ্চিত্রেও রয়েছে তার ব্যাপক পরিচিতি।

একজন অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার, টেলিভিশন উপস্থাপক। ২০০৩ সালে পেয়েছেন ভারতের `পদ্মশ্রী পদক’ ২০১০ সালে পেয়েছেন `পদ্মভূষণ পদক’। চারবার পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তার লগন ছবিটি অস্কার পুরস্কারে শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিলো। আজ ১৪ মার্চ আমীর খানের জন্মদিন।

Related posts

পরিচালক ও মডেলের বিরুদ্ধে সাইবার পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা

Irani Biswash

লাদাখে আমির-কিরণের সংবাদ সম্মেলন

Mims 24 : Powered by information

 শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী কবীর সুমন

Irani Biswash

Leave a Comment

Translate »