নিজস্ব সংবাদদাতা: করোনা ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে করোনা ভয় কমতে শুরু করেছে। ফলে নতুন করে করোনা সংক্রমন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
গতকাল শনিবার মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে মন্ত্রীর নিজ বাড়িতে অনুষ্ঠিত দলীয় নেতা-কর্মীদের এক আলোচনা সভায় এ কথা বলেন।
এ বিষয়ে তিনি বিশেষ ভাবে গণসচেতনতা বৃদ্ধি করতে জোর দাবি জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খধন আপেল, সদও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিক সরকার প্রমূখ।