বিনোদন

সংসার ভাঙলো কন্ঠশিল্পী পুতুলের

নিজস্ব সংবাদদাতা: কানাডা প্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুলের সঙ্গে ২০১৯ সালের ২০ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সকলের অজান্তে একই বছরে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। আজ ১৫ মার্চ পুতুল-নুরুলের বিয়ের দুই বছর পূর্ন হওয়ার কথা থাকলেও গতকাল রাত ১১টায় গণমাধ্যমে নিজেই বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন।

বিচ্ছেদের কারণ উল্লেখ করে তিনি জানান, বিয়ের কয়েকদিন পর বুঝতে পারেন দুজনের মতের অমিল রয়েছে। বিষয়টি ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকলে ওই বছরই বিচ্ছেদের সিদ্ধান্তে আসেন। ২০১৯ সালের ১৫ মার্চ পারিবারিকভাবে পুতুল-নুরুলের বাগদান সম্পন্ন হয়েছিল। এরপর ২০ মার্চ তাদের বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা হয়।

অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়াও মিডিয়ার অনেক তারকা উপস্থিত হয়ে শুভকামনা জানিয়েছিল নব বিবাহিত বর-কনে’কে।

Related posts

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু

Mims 24 : Powered by information

সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিনে স্মৃতিচারণামূলক বই প্রকাশিত

Mims 24 : Powered by information

বিচ্ছেদের পর প্রথম মুখোমুখি মেলিন্ডা-বিল

Irani Biswash

Leave a Comment

Translate »