এই মাত্র ব্রেকিং রাজনীতি

এদেশে যত কলঙ্কময় ঘটনা আছে তা সবই করেছে বিএনপি : হানিফ

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অভিনিউতে কৃষক লীগ আয়োজিত কৃষক হত্যা দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ‘বিএনপি কথায় কথায় সরকারকে মাফিয়া সরকার বলে মুখে ফেনা তুলে ফেলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে উপমহাদেশের শীর্ষ মাফিয়া দাউদ ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছে। এটি জাতি জানে অথচ তারা বর্তমান সরকারকে বলে মাফিয়া কিন্তু তারা নিজেরাই মাফিয়া।’

মাহবুব উল আলম হানিফ আরো বলেন, ‘এদেশে যত কলঙ্কময় ঘটনা আছে তা সবই করেছে বিএনপি। অথচ নিজেরা সরকারের কোনো উন্নয়ন বা ভালো কাজ দেখছে না।’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে এমন অন্ধকারে নিয়েছে যে টর্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না। মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি দেশকে অন্ধকারে রেখে গিয়েছিলে বলেই নিজেরাই এখন অন্ধকারে হারিয়ে গেছে।

বিএনপি স্বাধীনতার ৫০ বছর পর এসে সুবর্ণজয়ন্তী পালন করে জাতির সঙ্গে হাসি তামাশা করছে, জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি আরও বলেন, বিএনপিকে এদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে মেনেই করতে হবে।

Related posts

তাপমাত্রা বাড়ার কারণ ‘গরুর ঢেকুর’, ঠেকাবে বিশেষ মাস্ক

razzak

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা সমর্থনে শতাধিক ব্রিটিশ এমপি

Mims 24 : Powered by information

অবসরপ্রাপ্ত অংক শিক্ষক ১২৯ সন্তানের বাবা!

razzak

Leave a Comment

Translate »