অর্থনীতি জীবনধারা বাংলাদেশ

ভোজ্য তেলের দাম বেড়েছে

নিজস্ব সংবাদদাতা: প্রতিবছর রোজা শুরুর আগে নিত্যপন্যের দাম বাড়ানো যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। এবারও রোজা শুরুর আগে আরেকদফা দাম বাড়লো ভোজ্য তেলের দাম। খুচরা প্যাকেট বা বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম ধরা হয়েছে ১৩৯ টাকা। মিল গেইটে ১২৭ টাকা, ডিলারের কাছে ১৩১ টাকা।

এছাড়া খোলা সয়াবিন তেলের দাম মিল গেটে ১১৩ টাকা। যা আগে ছিল ১০৭ টাকা। আজ সোমবার বানিজ্য মন্ত্রনালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশস বিষয়ক জাতীয় কমিটিরি নিরীক্ষা শেষে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারন করা হয়েছে বলে মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সয়াবিন তেলের বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে, ৫ লিটার বোতল ৬২৫ টাকা থেকে বেড়েছে ৬৬০ টাকা। মিল গেটে ৬২০ টাকা এবং ডিলারের কাছে ৬৪০ টাকা।

এছাড়া, খোলা পাম তেল মিল গেটে প্রতি লিটার ১০৪ টাকা, ডিলারের কাছে ১০৬ টাকা, খুচরা ১০৯ টাকা। বানিজ্য মন্ত্রনালয় জানায়, আর্ন্তজাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারনে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এছাড়া দেশের পরিশোধনকারী ও ভোক্তাদের স্বার্থ দু-ই বিবেচনা করতে হয়েছে বলেও জানান ।

Related posts

কেমন যাবে ১২ রাশির জাতক জাতিকার

Irani Biswash

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড!

razzak

হিম হাওয়ায় ত্বকের যত্নে করণীয়

razzak

Leave a Comment

Translate »