নিজস্ব সংবাদদাতা: দুই কন্যা সন্তানের পর তৃতীয়বারে পুত্রসন্তানের পিতা হলেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেন সাকিবের স্ত্রী শিশির আল হাসান।
স্ত্রী ও সন্তানের পাশে থাকতে গত মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অল রাউন্ডার সাকিব। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম কন্যা সন্তান আলাইনা হাসান আব্রি। এর পাঁচ বছর পর দ্বিতীয় কন্যা সন্তান ইররাম হাসান। প্রথম দুই সন্তানের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে।