এই মাত্র জাতীয় ব্রেকিং

শতবর্ষ উৎযাপনে বাংলাদেশ বিমানবাহিনীর মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শন

নিজস্ব সংবাদদাতা: মুজিবশতবর্ষ উৎসব উপলক্ষ্যে আজ বুধবার বাংলাদেশ বিমানবাহিনী এক মনোজ্ঞ উড্ডয়নশৈলী প্রদর্শণ করবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানের আকাশে এয়ার চিফ মার্শাল মাহিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে ১০০ টি উড্ডয়নশৈলী প্রদর্শন করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উড্ডয়নশৈলীতে অংশ নেবে বিমান বাহিনীর এফ-৭, মিগ-২৯, ইয়াক-১৩০, কে-৮ ডব্লিউ, পিটি-৬ বিমান। এক ঝাক দক্ষ বৈমানিকরা নীল আকাশে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে ১০০ টি উড্ডয়নশৈলী জাতির সামনে প্রদর্শণ করবেন। বেলা ১১.৪৫ মিনিট থেকে দুপুর ১২.০০মিনিটে মিগ-২৯ ও এফ-৭ এর ১৭টি যুদ্ধ বিমানের সমন্বয়ে গঠিত ১০০ ফরমেশন রাজধানী ঢাকা থেকে উড়ে গিয়ে দুপুর ১২.০৫-১২.২০ মিনিট পর্যন্ত বন্দর নগরী চট্টগ্রাম ও দুপুর ১২.২০-১২.৩৫ মিনিট বরিশাল এবং দুপুর ২.৩০-২.৪৫ মিনিটে ঢাকার ওপর উড্ডয়নশৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আনন্দ বাড়িয়ে দেবে।
ইয়াক-১৩০ এবং কে-৮ ডব্লিউ’র মোট ১৭টি যুদ্ধবিমানের সমন্বয়ে উড্ডয়নশৈলী সকাল ১০.১৫-১০.৩০ মিনিটে রাজশাহী, সকাল ১০.৪৫-১১.০০মিনিট বগুড়া, সকাল ১১.২০-১১.৩০মিনিট সিরাজগঞ্জ, সকাল ১১.৪৫-১২.০০মিনিট ঢাকা, দুপুর ১২.৩০-১২.৪৫ মিনিট সিলেট, দুপুর ১.৩০-১.৪৫ মিনিট চট্টগ্রাম এর আকাশে উড্ডয়নশৈলী প্রদর্শন হবে।
২২টি পিটি-৬ প্রশিক্ষণ বিমানের সমন্বয়ে আরও একটি ১০০ ফরমেশন যশোর থেকে উড়ে গিয়ে সকাল ১০-১০.১৫ মিনিটে খুলনা, সকাল ১০.১০-১০.২৫ মিনিট টুঙ্গিপাড়া, সকাল ১১টা-১১.১৫ মিনিট যশোর, দুপুর ১.৪৫-২.০০মিনিট কুষ্টিয়া এবং দুপুর ২.০৫-২.২০মিনিটি ফরিদপুরের আকাশে উড়বে।
এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো, সাঈদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই উড্ডয়নশৈলী প্রদর্শন করা হবে। যুদ্ধবিমানের উড্ডয়নশৈলী প্রদর্শনের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর খান মো. মাহমুদুল হক। কে-৮ ডব্লিউ, ইয়াক-১৩০ বিমানের সার্ব্বিক তত্ত্বাবধানে থাকবেন এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। পরিবহন বিমানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। হেলিকপ্টারের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উইং কমান্ডার রায়হান কবীর।

Related posts

রাশিয়ায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ; আটক ৪,৩০০

razzak

ভারতে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে রোহিঙ্গারা

Mims 24 : Powered by information

চট্টগ্রামে ব্রেড ফ্যাক্টরী ও রেস্টুরেন্টে জরিমানা

Irani Biswash

Leave a Comment

Translate »