নিজস্ব সংবাদদাতা: শেখ মুজিবুর না থাকলে বাংলাদেশ আজকের অবস্থানে পৌছাতে পারতো না। স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মুুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় ব্রিটি সাংবাদিক মার্ক টালি এ কথা বলেন।
মার্ক টালি বলেন, মুক্তিযুদ্ধেও সময় আমি বাংলাদেশের ওপর প্রতিবেদন করতাম। আমি সে সময়ে দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশের গড়ে ওঠা। আজ যখন বাংলাদেশের সাফল্য দেখি তখন মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্ন যেন বাস্তবায়িত হয়েছে।