নিষেধাজ্ঞার কারনে গত মৌসুমে মাঠে ছিলেন না সাকিব আল হাসান।গত বছর দলবদলও করতে পারেননি। তবে এবার যে কোন দল চাইলেই মুক্ত ক্রিকেটার হিসেবে টানতে পারবেন তাকে।
আইপিএল থেকে ফিরে ডিপিএলের কয়েক রাউন্ড পাবেন এই বিশ্বসেরা। তাইতো এ টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হতে পারে টাইগার ক্রিকেটারের এই পোস্টার বয়ের।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিব আল হাসান অবশ্যই খেলতে পারবে। আমরাও চাই সে খেলুক।