ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে পড়ে অন্তত ১৪ জন হিতহ ও ৩০ জন আহত
হয়েছেন। আজ শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি শহর পাসারায় এ দুর্ঘনাটাটি ঘটেছে।
স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। শনিবার সকালে বাসটি মোনেরগালা-
বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে চালকের সতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের উপ-
মহাপরিদর্শক অজিত রোহানা। বাসের চালক জীবিত আছে কিনা তা এখনও নিশ্চিত নয়।
next post