আন্তর্জাতিক এই মাত্র দুর্ঘটনা ব্রেকিং যুক্তরাষ্ট্র

হোঁচট খেলেন বাইডেন

ডেস্ক রিপোর্ট: উড়োজাহাজের সিঁড়ি বেয়ে ওঠার সময় তিনবার হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে করে আটলান্টায় যাবার সময় এ ঘটনা ঘটেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের অদূরে মেরিল্যান্ড অঙ্গরাজ্যেও জয়েন্ট বেজ এন্ড্রুজে এ ঘটনা ঘটেছে।
হোয়াইট হাউস জানায়, ঘটনার সময় প্রচন্ড বাতাস ছিল। তবে জো বাইডেন ‘শতভাগ’ সুস্থ আছেন তিনি কোন
প্রকার আঘাত পাননি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
জো বাইডেনকে তাঁর সহকারী প্লেনের সিঁড়ি পর্যন্ত এগিযে দেন। তারপর সিঁড়ি দিয়ে ওঠার সময় জো বাইডেন
শরীরের নিয়ন্ত্রন হারিয়ে সিঁড়ির লাল গালিচার ওপর তিন বার হোঁচট খেয়ে পড়ে যান। প্রত্যেকাবার হোচট খেয়ে
পড়ে যাবার পর তিনি উঠে দাঁড়িছেন। শেষ বারে হাত দিয়ে বাঁ-হাঁটু একটুখানি ঘষে উপরে উঠেন এবং স্যালুট জানান।
দুরে অবস্থানরত সাংবাাদিকদের ধারণ করা এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হোয়াইট
হাউস জানিয়েছে, গুরুতর কোন কিছু নয়। বাইডেন সম্পূর্ন সুস্থ আছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে জো বাইেিডনের বাঁ-পা মচকে যায়। সে সময় বইডেন বলেছিলেন, তাঁর পোষা কুকুরকে নিয়ে
দৌড়ানোর সময় তিনি পায়ে চোট পেয়েছিলেন।

Related posts

সুইস ব্যাংকসহ বিদেশে ৬৯ অর্থপাচারকারীর তথ্য হাইকোর্টে

razzak

ইতালিকে ‘আধুনিক ফুটবলে’র সঙ্গে পরিচয় ঘটানোর জন্য মানচিনিকে কুর্নিশ জানালেন সাউথগেটের

Irani Biswash

আজহারীকে ব্রিটেনে নিষিদ্ধ করতে সংসদে প্রস্তাব

razzak

Leave a Comment

Translate »