নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ সফরকালে এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভুয়সী প্রশংসা করেন শ্রীলঙ্কার
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ এর সময় রাজাপাকসে এ প্রশংসা করেন।
তিনি বলেন, বাংলাদেশ দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ নিজ নিজ
উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধুর
জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দেওয়ার জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
জ্ঞাপন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ
পেয়েছে। তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্ভাবনাময় বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করে কাজে লাগানোর যৌথ
উদ্যোগ নেওয়ার আহবান জানান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রাজাপাকসে বঙ্গভবনের গ্যালারি হলে পরিদর্শন বইতে সই করেন।
previous post