খেলাধুলা প্রিয় লেখক ব্রেকিং মু: মাহবুবুর রহমান

ধোনিকে টপকে টি২০তে নতুন বিশ্বরেকর্ড গড়লেন আসগর আফগান

মু: মাহবুবুর রহমান

টি-টোয়েন্টি ক্রিকেটে দলপতি হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। অর্থাৎ অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি, ৪২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড এখন আসগরের।

আগের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ভাগ বসিয়েছিলেন ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির রেকর্ডে। আর ২০ মার্চ ছাড়িয়ে গেলেন ধোনির ৪১ ম্যাচ জয়ের কীর্তিকে। ২০১৬ সাল থেকে যে রেকর্ডের মালিক মহেন্দ্র সিং ধোনি। ২০ মার্চ তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে জিম্বাবুয়ানদের হোয়াইটওয়াশ করে ক্যাপ্টেন আসগরের মুকুটে যোগ হলো রঙিন পালক- অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড।

অনেকেই ভেবেছিলেন ধোনির রেকর্ড হয়তো আরো অনেকদিন অব্যাহত থাকবে, কারণ সেসময় ধোনির ধারেকাছে ছিলেন শুধু ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। কিন্তু স্যামি তো ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকেই নেই আন্তর্জাতিক ক্রিকেটে।

তবে তাদের দুজনের কাছাকাছি ছিলেন আসগর আফগান। কিন্তু বিতর্কিত কারণে সেই আসগর আফগানকে আফগানিস্তানের অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হয়। একের পর এক তরুণকে অধিনায়ক বানালেও অভিজ্ঞ এই ক্রিকেটারকে অধিনায়কের  দায়িত্ব দেয়া হচ্ছিল না। গুলবদিন নাইব ও রশিদ খানদের হাত ঘুরে অবশেষে আসগর আফগানকে অধিনায়ক বানায় আফগানিস্তান।

আর অধিনায়কত্ব ফিরে পেয়েই যেন আরো জ্বলে উঠলেন আসগর আফগান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ তে হারানোর পাশাপাশি নিজে গড়লেন রেকর্ড। অর্জন করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়কের খেতাব।

ধোনির চেয়ে কমসংখ্যক ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন আসগর। কেরিয়ারে টিম ইন্ডিয়ার হয়ে ৭২ টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি জয় পেয়েছিলেন ধোনি। জয়ের শতকরা হার ৫৬.৯৪ । সেখানে আফগানদের মাত্র ৫২টি ম্যাচে নেতৃত্ব দিয়েই ৪২টি জয় পান আসগর আফগান। জয়ের শতকরা হার ৮০.৭৭।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার দিক থেকে আপাতত: ধোনির ধারে কাছে কেউ নেই। আসগরের নেতৃত্বে আফগানিস্তান ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে। এই নিরিখে তিনি রয়েছেন চার নম্বরে। ইংলিশ ক্যাপ্টেন মরগান টি-২০ ফরম্যাটে দেশকে ৫৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া উইলিয়াম পোর্টারফিল্ড আয়ারল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ৫৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে।

সে যাই হোক, সবচেয়ে কম ম্যাচে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি টি-২০ জেতার রেকর্ড শুধুই আফগান অধিনায়ক আসগর আফগানের।

মু: মাহবুবুর রহমান ; নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক

Related posts

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাইডেনের আমন্ত্রণ

Mims 24 : Powered by information

রাজস্থানকে উড়িয়ে শিরোপা জিতল গুজরাট

razzak

মাঙ্কিপক্স কতটা প্রাণঘাতী?

razzak

Leave a Comment

Translate »