অপরাধ

বাঘাইছড়িতে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ 

খাগড়াছড়ি প্রতিনিধি; রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি নামক এলাকায় সন্ত্রাসীদের
গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছে।
আহতরা হলেন, বাঘাইহাট বাজারের মুদি ব্যবসায়ী মো. মিজান ও  মোঃ সাগর।
পুলিশ জানায়,সাজেক থেকে  মোটর সাইকেলে বাঘাইহাট আসার পথে একোইজ্জাছড়ি নামক এলাকায় পৌঁছালে হঠাৎ
তাদের উপর শর্টগানের গুলি এসেলাগে। এতে দুইজন আহত হয়।
পরে তাদেরকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বর্ত
মানে দুজনেই আশংকা মুক্ত বলে জানা যায়।
সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

Related posts

নকল মেডিকেল ডিভাইসসহ গ্রেফতার ৯

Irani Biswash

ইরান নিজেদের তৈরি টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে

Irani Biswash

মালয়েশিয়ায় অবৈধ কাজের দায়ে বাংলাদেশীসহ ৯৫ জন অভিবাসী গ্রেফতার

Irani Biswash

Leave a Comment

Translate »