আকস্মিক করোনোভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ মার্চ, রোববার দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট করা হয়েছে।
রিটকারী তৈমুর খানের আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান গণমাধ্যমকে বলেন, ঢাবিসহ অন্যান্য কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সেশনে ভর্তির কোনো কার্যক্রম শুরু করেনি। এক্ষেত্রে মেডিকেল ভর্তির কার্যক্রম সম্পন্ন হলে শিক্ষার্থীরা পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধাপ্রাপ্ত হবেন বলে যুক্তি তুলে ধরা হয়।
আইনজীবী মুনতাসির মাহমুদ রহমানজানান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দাখিল করা হয়েছে। উল্লেখ্য, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা।