আন্তর্জাতিক এই মাত্র খেলাধুলা ব্রেকিং

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তামিম ইকবালের ৫০ ফিফটির মাইলফলক

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের ৫০ ফিফটির মাইলফলক। তামিম তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চাশতম ওয়ানডে ফিফটি। দেশের ইতিহাসে তামিমই প্রথম ফিফটির মাইলফলক স্পর্শ করলেন। আর এ ফিফটির মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ৫০ রানের বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানও হয়ে গেলেন তিনি। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত রানের ইনিংস। এত দিন ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি পঞ্চাশ রানের ইনিংস ছিল তামিম ও সাকিবের। আজ সাকিবকে ছাড়িয়ে গেলেন তামিম।
২১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে ১৩টি রয়েছে সেঞ্চুরি। আর বাকি ৫০টি পঞ্চাশ রানের ইনিংস। সেঞ্চুরি কিংবা ফিফটির পরিসংখ্যানে বাংলাদেশের আর কেউই তামিমের ওপরে নেই।

Related posts

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো

razzak

রণবীর-আলিয়ার বিয়েতে উড়বে ড্রোন, থাকবে ২০০ বাউন্সার

razzak

সর্বোচ্চ করোনা ভ্যকসিন দিয়ে রেকর্ড গড়ল চীন

Irani Biswash

Leave a Comment

Translate »