জীবনধারা

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চালু হচ্ছে

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পরদিন থেকে ঢাকা-জলপাইগুড়ি সরাসরি ট্রেন
চলাচল করবে। ঢাকা থেকে যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গেও নিউ জলপাইগুড়ি যাবে মিতালী এক্সপ্রেস।
আগামী ২৭ মার্চ ঢাকা থেকে দুইদেশের প্রধামন্ত্রী ঢাকা-জলপাইগুড়ি রুটে রেল যোগাযোগের উদ্বোধন করবেন।
নীলফামারীর চিরাহাটি হয়ে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি যাবে ট্রেন। সপ্তাহে দ’ুদিন চলবে এই ট্রেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের সরাসরি পঞ্চম রেল সংযোগ এর মাধ্যমে দীর্ঘ ৬৫ বছর পর আবার চালু হচ্ছে ঢাকা-
জলপাইগুড়ি ট্রেনচলাচল। বাংলাদেশ সফরের সময় ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের
প্রধানমন্ত্রী এই ট্রেন উদ্বোধন করবেন বলে জানা যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি রুট
হয়ে ট্রেনটি সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত চলবে। ১০টি বগির এই ট্রেনের বার্থ সিটের
প্রস্তাবিত ভাড়া ৪৪ ডলার, আরামদায়ক এসি সিট ৩৩ ডলার ও এসি কোচ ২২ ডলার। ৫ বছর কম বয়সী শিশুদেও
অর্ধেক ভাড়া। বাংলাদেশ থেকে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবিবার ও বুধবার চলবে
মিতালী এক্সপ্রেস।
বাংলাদেশ ভারতের অন্য ৪টি রেল সংযোগ হলো বেনাপোল-পেট্রপোল, দর্শনা-গেদে, রোহনপুর-সিংঙাবাদ ও
রামপুর-রাধিকাপুর।

Related posts

গ্রিসে ২৮৮ আরোহীর প্রমোদতরীতে আগুন

razzak

জুনে চার সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা

Irani Biswash

অতিরিক্ত ঘাম হচ্ছে? যেসব বিষয়ে সতর্ক হবেন

razzak

Leave a Comment

Translate »