ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনই বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করে। এমন মন্তব্য করেছেন ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আযোলে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীণতার সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
অড্রে আযেলে বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাধারন প্রজ্ঞা ও বহুমাত্রিক গুণের অধিকারী। তার ভাষণটিতে মাটি, মানুষ, সংস্কৃতি সর্বোপরি স্বাধীনতার কথা বলা হয়েছে। এই ভাষণ গুরুত্বপূর্ন এবং তাৎপর্যপূর্ন ইতিহাস সমৃদ্ধ। এই ভাষণকে তালিকাভুক্ত করতে পেরে ইউনেস্কো গৌরবান্বিত বলেও তিনি উল্লেখ করেন।
previous post
next post