নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার এক বিবৃতিতে জিএম কাদের বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনকে স্বাগতম জানান।
তিনি বলেন, মোদির এই গুরুত্বপূর্ন সফরের মধ্য দিয়ে দুই দেশে বিদ্যমান সম্পকৃ আরও গভীর হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করবে। কারন বাঙালী কৃতজ্ঞ জাতি। আমরা ভারতের সঙ্গে সবসময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে এসেছি। আশা করি এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে।