এই মাত্র জাতীয় বাংলাদেশ ব্রেকিং

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই বাঙালীজাতির ঘরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণ উপস্থিত। এই খুশি জাতির সাথে শেয়ার করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।
২৫ মার্চ সন্ধ্যা ৭টায় স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রধনমন্ত্রীর ভাষন দেন। বিটিভির সৌজন্যে এই ভাষণ দেশের সকল বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন, রেডিওসহ অন্যান্য প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত। তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা নিজস্ব দেশ, ভাষা-সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি। শেখ মুজিব একটি দেশ, একটি জাতিরাষ্ট্রের ¯্রষ্ট্রা। কাজেই তার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা একযোগে উদযাপন করছি।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ২৪ বছরের নিরন্তর রাজনৈতিক সংগ্রামের ফসল। তার এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সৃষ্ট আন্দোলনে যে স্বাধিকারের বীজ বপন করেছিলেন, তাকেই স্বযতেœ লালন-পালন করে তিনি স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার সংগ্রামে পরিনাত করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই এজন্য যে জাতীয় জীবনের এই দুই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনের সময় স্বাধীনতাযুদ্ধেও নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগকে তারা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন।

Related posts

চিকিৎসা ব্যয় মেটাতে চরম দরিদ্র ৫০ কোটি মানুষ

razzak

থাইল্যান্ডে নিষিদ্ধ গাঁজা যেভাবে উঠে এলো রান্নাঘরে

razzak

শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে তথ্য চেয়েছে সরকার

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »