মিয়ানমারের সেনা অভ্যুত্থানবিরোধী গণআন্দোলন ২০২২ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে । নরওয়ের ইউনিভার্সিটি অব অসলোর সামাজিক বিজ্ঞানের অধ্যাপক ক্রিশ্চিয়ান স্টোকসহ আরও পাঁচ শিক্ষাবিদ এই মনোনয়ন দেন। ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন গ্রহণ করে নরওয়ের নোবেল কমিটি। তাই এই মনোনয়ন আগামী বছরের পুরস্কারের জন্য বিবেচিত হবে। অ্যাসিসট্যান্স আসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারস নামে মিয়ানমারের একটি পর্যবেক্ষক সংস্থার তথ্যমতে, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৩২০ জন মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে প্রায় ৩ হাজার জনকে।
previous post