এই মাত্র জাতীয় বাংলাদেশ ব্রেকিং

সারাদেশে বিজিবি মোতায়েন

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভে রাজধানী ঢাকাসহ সারাদেশে পরিস্থিতি অস্থিতিশীলতার কারণে দেশজুড়ে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্ণেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতেই অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবে বিজিবি। মুজিব চিরন্তন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে ইসলামী দলগুলোর নেতাকর্মীরা মোদিবিরোধী বিক্ষোভ- সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২৬ মার্চ জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে এ সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে কুতুবখালী মাদরাসার শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া চট্টগ্রামে ৪ জন ও বি.বাড়িয়াতে ১ জন নিহতসহ কয়েকশতাধিক আহত হয়েছে।

Related posts

একশ’ জনের সভা-সমাবেশেও লাগবে টিকা অথবা করোনার নেগেটিভ সনদ

razzak

এখন থেকে লিবিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ

razzak

কাবুলে অস্ত্র হাতে বিমানে ওঠার চেষ্টা, গুলিতে নিহত ২

razzak

Leave a Comment

Translate »