এই মাত্র ধর্ম ও জীবন ব্রেকিং

দোলযাত্রায় রঙের খেলা

নিজস্ব সংবাদদাতা: রাধা-কৃষ্ণের স্মরণে আজ দোলযাত্রা। হিন্দু সম্প্রদায়ের মানুষ এ দিনটি পুজা ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেন। এ দিনে একে অপরের সঙ্গে আবীর ও রঙের খেলায় মেতে ওঠেন।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্নিমা। বাংলাদেশে ‘দোলযাত্রা’, ভারত, নেপালসহ ‘দোলউৎসব’, ‘বসন্তউৎসব’ বা ‘হোলি’ নামেও পরিচিত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের নিয়ে আবির বা রঙ খেলেছিলেন।
সেই থেকেই দোল উৎসবের প্রচলন। করোনার কারণে এবার সীমিত আকারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোলউৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে বলে জানান হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য বাসুদেব।

Related posts

গ্যাসের এক চুলা ৯৯০, দুই চুলা ১০৮০ টাকা

razzak

মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনকে শাস্তি পেতে হবে, জো বাইডেন

Mims 24 : Powered by information

কর্ণাটকের হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু

Irani Biswash

Leave a Comment

Translate »