অপরাধ আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

মিয়ানমারে ৯০ জনকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে বিক্ষোভকারীদের ৯০ জনকে গুলি করে হত্যা করেছে। শনিবার জান্তা সরকারের সশস্ত্র বাহিনী দিবসের দিনেই সামরিক বাহিনীর গুলিতে এত মানুষকে হত্যা করা হলো। শুক্রবারে দেশটির রাষ্ট্রীয় টিভিতে হুঁশিয়ারি দিয়েছিল প্রানহানির ঘনটা না
ঘটানোর জন্য।
শনিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর হুমকি উপেক্ষা করে রাস্তায় নামে হাজারো বিক্ষোভকারী। আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে, দালা, ইনসেন, লাশিও, বাগো শহর ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় হপিনসহ বেশ কয়েকটি শহরে ৯০ জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
চলমান সহিংসতার মধ্যেই সামরিক বাহিনী দিবস উপলক্ষে নেপিদোতে শনিবার ভাষণে সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, দেশের জনগণকে রক্ষা ও গণতন্ত্র অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে দেশটির সেনাবাহিনী। তবে দিনক্ষন উল্লেখ না করে মিয়ানমাওে সুষ্ঠু, অবাধ
ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করার কথা জানান মিয়ানমারের সেনাপ্রধান।

Related posts

ডেনমার্কে করোনা বিধিনিষেধের নিন্দা জানিয়ে লকডাউনবিরোধীদের বিক্ষোভ

Mims 24 : Powered by information

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি  ৩০জুন পর্যন্ত বলবৎ

Irani Biswash

আরব বিশ্বের প্রথম নারী পাইলট লতফিয়া এলনাদি

Irani Biswash

Leave a Comment

Translate »