জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে শুক্রবার বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মাসব্যাপী বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন শুরু হয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নয় মাসব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন।
বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হাইকমিশন ভবনকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বিখ্যাত লন্ডন আই-কেও লাল-সবুজে আলোকিত করা হয়েছে। যুক্তরাজ্যের রাজকীয় গির্জা ‘ওয়েস্ট মিনস্টার অ্যাবে’-র শীর্ষে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।