নিজস্ব সংবাদদাতা: হেফাজতে ইসলামের সমর্থকদেও হামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ওসি গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
রোবার দুপুর ১২টার দিকে শহরের শুলপুর এলকায় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষেও সময় এ ঘটনা ঘটে। সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) বলেন, পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান করছিলাম। শুলপুর এলাকায় গেলে হেফাজতের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা হকিস্টিক দিয়ে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এসএম জালাল উদ্দিন (৫২) এর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাাওয়া হয়।
রেঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন ঢাকা মেডিকেলে যান। হাসপাতালের পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সিরাজদিখানের ওসি গুরুতর আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসাধিন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক, এখন কিছু বলা যাচ্ছে না।