মালয়েশিয়ার কেদাহ রাজ্যের সিক জেলার জালান জেনিয়াংয়ের একটি মহাসড়কে স্থানীয় সময় রোববার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে অন্তত আরও তিন বাংলাদেশী আহত হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ আজহারুল ইসলাম বাবুল (৩২)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিটি জালান জেনিয়াং জংশন থেকে রাস্তায় নেমে আসার সময় দুর্ঘটনাটি ঘটেছে এবং লরিটি সময়মত থামাতে পারেনি বিধায় প্রাইভেটকারের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় লরি চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।
previous post
next post