অবশেষে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনিয়ান । আরমাভির অঞ্চলে সফরকালে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এপ্রিলেই পদত্যাগ করবো। তবে ক্ষমতা ছাড়ার উদ্দেশে এ সিদ্ধান্ত নয়। বরং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। পদত্যাগ করলেও আগামী ২০ জুন পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাবেন বলে এ সময় জানান তিনি।
২৮ মার্চ রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সী জানায়, এর আগে গত মাসে আর্মেনিয়ান সেনাবাহিনী নিকোল প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এই আহবানে সারা না দিয়ে বরং শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন।
প্রসঙ্গত: আর্মেনিয়া ও আজারবাইজান গত বছরের শেষ দিকে যুদ্ধে জড়িয়ে পড়ে । রাশিয়ার মধ্যস্থতায় এর মধ্যে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়।