নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন নারী তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বেসরকারি খাতের ট্রাস্ট ব্যাংকে হুমায়রা আজমকে নিয়োগ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ট্রাস্ট ব্যাংক সূত্রে জানা যায়।
হুমায়রা আজম ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তাঁকে ট্রাস্ট ব্যাংকের সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাস্ট ব্যাংকে যোগদানের আগে হুমায়রা ব্যাংক এশিয়ার চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে কমরত ছিলেন। হুমায়রা আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি চাকরি করেছেন এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, আইপিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।