নিজস্ব সংবাদদাতা: এজাহার মিয়ার বাড়িতে আগুন দেওয়ার সময় রকিমা খাতুন (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত রকিমা নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
সূত্রে জানা যায়, লেদা শিবিরের ২৪ নম্বর ক্যাম্পের পাশে বাংলাদেশি এজাহার মিয়ার বাড়িতে কেরোসিন তেল দিয়ে আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন এজাহার মিয়ার ছেলে ও এলাকার মানুষ। পরে তাকে এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার কথা স্বীকার করলেও এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে এখনো মুখ খোলেনি। তদন্ত চলছে।