ডেস্ক রিপোর্ট: দোষী সাব্যস্ত হওয়ার দুই বছর পর পাঁচ বছরের কারাদন্ডের মুখোমুখি হয়েছেন ‘গণতন্ত্রের পিতা’ খ্যাত ৮২ বছর বয়সী অশীতিপর আইনজীবী ব্যারিষ্টার মার্টিন লি।
দুইবছর আগে ২০১৯ সালে হংকংয়ে শান্তিপূর্ণ বিশাল জনসমাবেশে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী অন্তত সাত নেতা। মিডিয়া মুঘল হিসেবে পরিচিত জিমি লাইও এই মামলায় অভিযুক্ত হয়েছিলেন।
গ্রেফতারের পরপরই ব্যারিস্টার মার্টিন লি বলেছিলেন, অবশেষে আমিও একজন বিবাদী হয়ে গেলাম। যদি জানতে চান, আমি কেমন অনুভব করছি? উত্তরে আমি বলবো, আমি বেশ স্বস্তি অনুভব করছি।
তিনি আরো বলেছিলেন, অনেক বছর ধরে, অনেক মাস ধরে, অনেক ভালো তরুনদের গ্রেফতার এবং অভিযুক্ত করা হচ্ছিল। তবে আমাকে গ্রেফতার করা হচ্ছিল না। এ জন্য আমি দুঃখ বোধ করেছি।