অর্থনীতি আন্তর্জাতিক এই মাত্র

কানাডায় সম্ভাব্য বাজেট ঘোষণা ১৯ এপ্রিল

ডেস্ক রিপোর্ট: কানাডার ফেডারেল সরকার দুই বছরেরর বেশি সময় পর বাজেট ঘোষণা করতে যাচ্ছে। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আগামী ১৯ এপ্রিল এ বাজেট পেশ করবেন বলে জানা যায়।
গতবছর ২০ মার্চ ২০২০ বাজেট ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেন সাবেক অর্থমন্ত্রী বিল মরনো। করোনার কারণে সবকিছু বন্ধ করে দেয়া হয়েছিল। তবে ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট, কানাডা রিকভারি বেনিফিটের মতো বিভিন্ন কর্মসূচীতে বিপুল পরিমান অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। ফলে বাজেট ঘাটতি ৩৮২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে বলে ধারণা করেছিলেন পার্লামেন্টারি বাজেট কর্মকর্তা ইভস জিরুক্স।
অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, মহামারর কারণে বিপদগ্রস্ত নারীদের শ্রমশক্তিতে ফিরিয়ে আনতে এবার বাজেটে বিস্তরিত পরিকল্পনা থাকবে। সেই সঙ্গে চাইল্ড কেয়ারসহ অর্থনৈতিক পুনরুদ্ধারের বিস্তারিত পরিকল্পনাও বাজেটে থাকবে বলে তিনি জানান।
ফ্রিল্যান্ড বলেন, সামাজিক কর্মসূচিতে ব্যাপক হারে ব্যয় ও আগামী ৩ অর্থবছরে ১০০ বিলিয়ন ডলার প্রণোদনা প্যাকেজের অর্থই হলো ঘাটতির পরিমাণ মহামারি পূর্ববর্তী অবস্থায় ফিরতে অন্ততপক্ষে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, কানাডায় আবার নতুন করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। নতুন করে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সকল বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related posts

সাবেক প্রধান বিচারপতির দুর্নীতি মামলা; খালাস পাওয়া দুই আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

razzak

অলিম্পিকে কোচের চড়ে তোলপাড় জুডোকার ভাষ্য

Irani Biswash

সুপার টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৩৭৫

razzak

Leave a Comment

Translate »