নিজস্ব সংবাদদাতা: নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে গেছে। লঞ্চটির বেশিরভাগ যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জের কয়লাঘাট এলকায় এ ঘটনা ঘটে।
সাবিত আল হাসান নামের একটি যাত্রীবাহী লঞ্চ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শীলতলক্ষ্যা নদীতে ডুবে যায় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত হতোহতের তথ্য পাইনি।