নিজস্ব সংবাদদাতা: এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টায় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মোট নির্বাচিত হয়েছে ৪ হাজার ৩৫০ জন। পাশ করা ৪৮ হাজার ৯৭৫ জনের মধ্যে সরকারি মেডিকেলের জন্য নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন। এদের মধ্যে ২ হাজার ৩৪১ জন ছাত্রী এবং ২ হাজার ৯ জন ছাত্র। চলমান শিক্ষাবর্ষ থেকে পাশ করেছেন ৩ হাজার ৯৩৭ জন। পূর্ববর্তী শিক্ষাবর্ষ থেকে পাশ করেছেন ৪১৩ জন।
ব্রিফিং থেকে জানা যায়, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার আবেদন করেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশ করা পরীক্ষার্থীর হার ৩৯.৮৬ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭.২৫ নম্বর।
previous post
next post