ডেস্ক রিপোর্ট: হঠাৎ ঝড়ের কবলে রাজধানীবাসী। এর ভয়াবহতা থেকে রক্ষা পায়নি পাঠকপ্রিয় বইমেলা।
রোববার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে বইমেলার রূপ অনেকটাই অচেনা হয়ে যায়।
বইমেলা তখনও পাঠক-প্রকাশকের মিলনমেলায় পরিণত ছিল। এরই মধ্যে হঠাৎ তীব্র ঝড়ে হানা দেয় বইমেলাপ্রাঙ্গণ। এ সময় পাঠকদের অকেকেই নিরাপদ জায়গায় আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। স্টলে থাকা কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও প্রিয় বইয়ের অনেকগুলিই রক্ষা করতে পারেনি।
জানা যায়, বেশ কয়েকটি স্টল আংশিকভাবে ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু প্যাভিলিয়নের নামফলকও ভেঙে পড়েছে। অধিকাংশ স্টলের বই ভিজে গেছে।
ঝড়ের সময় মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই আশ্রয় নিয়েছিলেন ‘লেখক বলছি’ মঞ্চে। এ সময় মেলায় বিদ্যুৎহীন হয়ে পড়লে অন্ধকার নেমে আসে।
previous post
next post