এই মাত্র বিনোদন

প্রশংসায় ভাসছে ‘শান’ ছবির টিজার

  • ডেস্ক রিপোর্ট: বহুল আলোচিত আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘শান’ ছবির প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। শনিবার সন্ধ্যায় অনলাইনে প্রকাশিত টিজার মুক্তির পর প্রশংসায় ভাসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম।
    এক মিনিটের টিজারটি ছিল সম্পূর্ন এ্যাকশনধর্মী সাসপেন্সে ভরপুর। যা দেখে চলচ্চিত্রপ্রেমী এবং বোদ্ধামহল অনুমান করতে পেরেছেন সত্যি দারুন কিছু পেতে যাচ্ছে বাংলা সিনেমাপ্রেমী দর্শকরা।
    ভিন্নধর্মী লুকে দেখা যাবে প্রধান চরিত্রে অভিনয় করা সিয়াম-পূজা চেরীকে। আজাদ খানের কাহিনী ও এম রাহিম পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুনা বিশ্বাস, মিশা সওদাগর প্রমূখ।
    ছবি সম্পর্কে আজাদ খান বলেন, ঈদের ছবি যেমন হওয়া উচিত ‘শান’ ঠিক তেমনই। কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা, গান, সবার অভিনয়-সব মিলিয়ে এমন ছবি এর আগে বাংলাদেশে দেখা যায়নি। চিত্রনায়ক সিয়ামকে এবারই প্রথম পুরোপুরি এ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে।

Related posts

ভেদাভেদ ভুলে জনগণের মঙ্গলের জন্য কাজ করবো: শেখ হাসিনা

Mims 24 : Powered by information

আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

razzak

করোনা আপডেট, মৃত্যু ৬৫

Irani Biswash

Leave a Comment

Translate »