নিজস্ব সংবাদদাতা: শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পাঁচ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুর্ঘটনার পর সাঁতরে তীরে উঠেছে ২৬ জন যাত্রী। তবে এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সূত্রমতে, ঘটনাস্থলে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। লঞ্চটিতে মোট ৪৬ জন যাত্রী ছিল। এ ঘটনায় নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন।
স্বজনদের লাশ নিয়ে যাওয়ার জন্য গতকাল রাত থেকে এখনো পর্যন্ত তারা নদীর ঘাটে বসে আছে।
previous post