নিজস্ব সংবাদদাতা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সভার সভাপতি করা হয়েছে। সোমবার রাতে ভার্চুয়ালি সভায় ডি-৮ কমিশনারদের ৪৩ তম সভায় কমিশনের বিদায়ী চেয়ার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাল্টিল্যাটারাল অ্যাফেয়ার্সের মহাপরিচালক ওমের গুচাক বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে সভাপতি পদটি হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আয়োজিত সভায় ডি-৮ ভুক্ত দেশগুলোর কশিশনাররা অংশ নেন।
আগামী ৭ এপ্রিল ১৯ তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকল সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ডি-৮ জোট গঠন করা হয়। গঠনের এক বছরের মাথায় ১৯৯৭ সালে জোটটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন। ডি-৮ জোটের দ্বিতীয় সম্মেলন ১৯৯৯ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।