ডেস্ক রিপোর্ট: চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথমবারের মতো মঙ্গল গ্রহে উড়তে চলেছে হেলিকাপ্টার। নাসার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পৃথিবীতে উড়োজাহাজের ১০০ বছর পর মঙ্গলের আকাশে উড়োজাহাজ পাঠানোর চিন্তা করেন মহাকাশ গবেষণা সংস্থা। জানটিকে মঙ্গলের বায়ুমন্ডলের জন্য উপযোগী করে তোলা হয়েছে। এই হেলিকপ্টারের নাম ইনজেনুইটি। সাধারণ হেলিকাপ্টারের তুলনায় এর ব্লেডগুলো আকারে বড় এবং পাঁচগুণ বেশি ঘোরে। চার ফুট উচ্চতার এই যানটির রয়েছে বাক্স-আকৃতির অবয়ব। রয়েছে দুটি ক্যামেরা, কম্পিউটার ও নেভিগেশন সেন্সর।