নিজস্ব সংবাদদাতা: দেশের সকল মাদ্রাসা করোনা সংক্রমন রোধে বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের মাদ্রাসা শাখার অতিরিক্ত সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২০ সালের ১৬ মার্চের পর থেকে বাংলাদেশের সকর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা সারা বছরই খোলা ছিল। বর্তমান কঠোর নির্দেশনা জারি করার পরও সে সকল মাদ্রাসা বন্ধ করা হয়নি। এ অবস্থায় শুধু এতিমখানা ছাড়া কওমিসহ সকল মাদ্রাসা বন্ধ রাখার জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওায়ায় মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। আগামী ২২ মে পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারী নির্দেশ অমান্য করে দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে, যা বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুকিপূর্ন।
আরো বলা হয়েছে, এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসা (এতিমখানা ব্যতীত) আবাসিক-অনাবাসিক সব মাদ্রাসা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।
previous post
next post