নিজস্ব সংবাদদাতা: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরমেয়রের বাসায় রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ হয়েছেন চার কাউন্সিলরসহ অন্তত ১২ জন। বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পৌর মেয়র অক্ষত রয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়র হাজী আব্দুস সালামের বাসভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে মেয়রের স্ত্রী কানন বেগমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে।
চিকিৎসাধীন পান্না হালদার বলেন, তিনি পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করেন। সন্ধ্যায় মেয়রের বাসায় তিনিসহ আরো ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরাও ছিলেন। চারতলা বাসার চতুর্থ তলায় হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। এতে রুমের কম-বেশি সকলেই দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে অনেকের দাবী এটি যড়যন্ত্রমুলক ঘটনা।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ারসার্ভিস রয়েছে। তদন্ত চলছে।