অপরাধ আন্তর্জাতিক এই মাত্র দুর্ঘটনা ব্রেকিং

নিউইয়র্কে ৩ নারীকে হত্যা ও যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও ব্রুকলিনে ৩ নারীকে হত্যার পর যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ব্রুকলিনে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী যুবকের ৯ বছর বয়সী সন্তান ৯১১ থেকে পুলিশকে ফোন করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
নিউইয়ার্ক পুলিশ জানায়, ব্রুকলিনের স্যাটার এভিনিউর ভ্যানডাইক হাউসের একটি বাড়ির চতুর্থ তলা থেকে ৪৫ বছর বয়সী এক নারী ও তার ২০ এবং ১৭ বছর বয়সী দুই মেয়ের লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থলে পৌছানোর পর তারা আরও একটি কল পান। পরে ঘটনাস্থলের পাশের একটি বাড়ির ওয়াক ওয়েতে আরও এক যুবকের লাশ পাওয়া যায়। তার নাম জোসেফ মেক্রিমন বলে জানা যায়। ৪৬ বছরের জোসেফ নিহত নারীর বয়ফ্রেন্ড বলে জানা গেছে। ৯ বছর বয়সী শিশুটি তাদের সন্তান বলে পুলিশ নিশ্চিত হয়েছেন।
পুলিশের ধারণা, তিনি জনকে হত্যার পর জোসেফ নিজেই আত্মহত্যা করেছে। বাড়িটিতে ৯ বছর বয়সী শিশুটির জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন এই হত্যাকান্ড ঘটে।
পুলিশ আরো জানায়, ৯ বছর বয়সী শিশুটি বাসার ক্লোজেটে বসে পুলিশকে কল করেছিল। তবে শিশুটি ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ।

 

Related posts

সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন ইমরান খান

razzak

বাংলা সংস্কৃতি বাঁচাতেই বাংলা সিনেমা প্রযোজনা করি: আনোয়ার আজাদ

Mims 24 : Powered by information

‘আমার মতো হতে হলে মদপান কমাতে হবে’, পশ্চিমা নেতাদের বললেন পুতিন

razzak

Leave a Comment

Translate »