ডেস্ক রিপোর্ট: ইরানের একটি পণ্যবাহী জাহাজ লোহিত সাগরে লিম্পেট মাইন হামলার শিকার হয়। ঘটনাটি ঘটেছে ইয়েমেনের উপকূলের কাছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।
বাংলাদেশ সময় বুধবার এবং স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ওই জাহাজে হামলার ঘটনা ঘটে। তবে জাহাজটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেছেন, সাভিজ নামের বেসামরিক ওই জাহাজটি ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের অধীনে নিবন্ধিত। জাহাজটি লোহিত সাগরে ইরানের সহযোগী স্টেশন হিসেবে কাজ করছে। জলদস্যুবিরোধী অভিযান পরিচালনা কাজেও ব্যবহৃত হয়ে থাকে।
দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল এ্যারাবিয়া জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের (আআিরজিসি) সঙ্গে জাহাজটির সম্পর্ক রয়েছে।
অন্য দিকে তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, বাণিজ্যিক জাহাজের এসকর্ট মিশনে থাকা ইরানি কমান্ডোদের সহযোগিতা দিতে কয়েক বছর ধরে লোহিত সাগরে অবস্থান করছে সাভিজ।
ইরানি জাহাজে সাম্প্রতিক হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
previous post