এই মাত্র কোভিড ১৯ জাতীয় বাংলাদেশ ব্রেকিং রাজনীতি স্বাস্থ্য

ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

 

নিজস্ব সংবাদদাতা:  মানুষকে বাঁচানোর জন্য এখন প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো কঠোর পদক্ষেপ নিতে হবে। চলমান করোনাভাইরাসের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৃহস্পতিবার  বিসিএস কর্মকর্তাদের ছয় মাসব্যাপী ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভারে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এটি বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দিয়েছে এবং তার সরকারও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছে।

শেখ হাসিনা বলেন, আজকে এই সভার মাধ্যমে আমি দেশবাসী সবাইকে বলব প্রত্যেকে স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মেনে চলে সেই ব্যবস্থা নেবেন। মানুষের জীবন-জীবিকা চলতে হবে। মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সেজন্য সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

তিনি বলেন, যেমন মাস্ক পরাটা একান্তভাবে দরকার, অফিস-আদালত বা কাজ থেকে ঘরে ফিরে সবাই একটু গরম পানির ভাপ নেবেন। কারণ এই ভাইরাস সাইনাসে গিয়ে বাসা বাঁধে। সেটা যেন না পারে সেজন্য একটু গরম পানির ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।

Related posts

তিন মাসে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ৪০ জন

razzak

ম্যারাডোনাকে  ‘ইচ্ছাকৃত হত্যার’ অভিযোগ

Irani Biswash

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

razzak

Leave a Comment

Translate »