নিজস্ব সংবাদদাতা: মিষ্টি মেয়ে কবরী সারোয়ারকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে অভিনেত্রীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট শোনার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন কবরী। সেখানেই চলছিলো চিকিৎসা। কিন্তু বুধবার দিবাগত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।
তার ব্যক্তিগত সহকারি নূর উদ্দিন বলেন, বুধবার দিবাগত রাত থেকেই তাঁর (কবরী) অবস্থার অবনতি হয়। অক্সিজেন উঠানামা করতে শুরু করে। আইসিইউতে নেয়া জরুরি হয়ে পড়ে। কুর্মিটোলা হাসপাতালে সিট খালি না থাকায় আমরা আরো বেশ কয়েকটি হাসপাতালে আইসিইউ’র সিট খালি আছে কিনা খোঁজ নেই, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিলো না। সবশেষে আজ দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউতে সিট খালি থাকায় এখানে নিয়ে আসা হয়।