নিজস্ব সংবাদদাতা: মঞ্চ, টিভি ও ফিল্ম অভিনেতা এস এম মহসীনের জন্য জরুরি প্লাজমা প্রয়োজন।
একুশে পদকপ্রাপ্ত অভিনেতার শারীরিক অবস্থা বেশ জটিল। করোনায় আক্রান্তের কারনে মারাত্মকভাবে ফুসফুস সংক্রমিত হয়ে পড়েছে।
পারিবারিক সূত্র জানায়, এস এম মহসীনকে বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ মুহূর্তে অভিনেতার জন্য জরুরি প্লাজমা প্রয়োজন। তার জন্য জরুরি ভিত্তিতে A+ প্লাজমা প্রয়োজন।’
যারা প্লাজমা দিতে আগ্রহী তারা ০১৭১৭৯৪২৪০৩ ও ০১৭১১৯৭৯১৮৯ নাম্বারে যোগাযোগ করুন।
সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন এস এম মহসীন। সেখান থেকে ফেরার পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করান।