নিজস্ব সংবাদদাতা: করোনার আগে এবং করোনাকালীন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাস করা শিক্ষাথীদের সনদ দিতে হলে সমাবর্তন করতে হয়। করোনার কারণে সরাসরি সম্ভব নয় বলে অনলাইনে সামবর্তন শুরু করছে শিক্ষা মন্ত্রনালয়।
বৃহস্পতিবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিনিধিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে জুমের মাধ্যমে শিক্ষার্থীরা বাসায় বসে সমাবর্তনে যোগ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সমাবর্তন সফলভাবে করার পর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভার্চুয়ালি করার আগ্রহ দেখাবে। তবে যেসব বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়ালি সমাবর্তন করার অবকাঠামো রয়েছে তাদের সমাবর্তন দেওয়া হবে।
previous post